আমার কাছে রাজা আমার রইল অজানা

আমার কাছে রাজা আমার রইল অজানা

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার কাছে রাজা আমার রইল অজানা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার কাছে রাজা আমার রইল অজানা।

তাই সে যখন তলব করে খাজানা

মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাঁকি,

রাখব দেনা বাকি।

যেখানেতেই পালাই আমি গোপনে

দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে,

তলব তারি আসে

নিশ্বাসে নিশ্বাসে।


তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা।

তাই জেনেছি ঋণের দায়ে

ডাইনে বাঁয়ে

বিকিয়ে বাসা নাইকো আমার ঠিকানা।

তা...

Loading...