বাঘিনী

বাঘিনী

সমরেশ বসু

বাঘিনী

Books Pointer Iconসমরেশ বসু
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবিথি শর্মা২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

দু’বছর আগে বাঁকা বাগদি যেদিন মারা গিয়েছিল, সেদিন এ সংসারের অমোঘ নিয়মের কোথাও কোনও ত্রুটি ঘটেনি।

মানুষ ধরিত্রীর সন্তান। পাপী-তাপী, পুণ্যবান, সব মানুষই নাকি। একটি করে মানুষের মৃত্যু পৃথিবীর অদৃশ্য গায়ে একটি করে বয়সের রেখা। একটি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, জঙ্গম পৃথিবীর এক মুহূর্তের স্তব্ধতা, এ সব কথা শোক-গাথায় মানায়।


বাঁকা বাগদির জন্য শোক, ন...

Loading...