
জল পড়ে পাতা নড়ে

গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
| গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনরিয়া দাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
.জল পড়ে পাতা নড়ে স্বয়ংসম্পূর্ণ হলেও, এটা আমার “দেশ মাটি মানুষ” নামক এপিক উপন্যাসের প্রথম খণ্ড। এই উপন্যাসের ঘটনাকাল ১৯২২ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দ। বর্ণিত চরিত্রগুলি সবই কল্পিত। তবু যদি কারওর সঙ্গে কোনও চরিত্রের সাদৃশ্য দেখা যায় তবে সে যোগাযোগ নিতান্তই দৈব এবং লেখকের অনভিপ্রেত।
গৌরকিশোর ঘোষ
বরাহনগর
২৫ বৈশাখ, ১৩৬৭