দেয়ালের দেশ

দেয়ালের দেশ

সৈয়দ শামসুল হক

দেয়ালের দেশ

Books Pointer Iconসৈয়দ শামসুল হক
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবিথি শর্মা১০ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

লঞ্চ থেকে নেমে যখন নৌকোয় উঠল ফারুক, বেলা তখন পড়তি পহর। তেঁতুলিয়ার শাখা নদী আঁধার হয়ে আসছে। ইলশাঘাটা, লাখুটিয়া, উলানিয়ার নৌকো দুরন্ত পাড়ি জমিয়েছে। কেউবা মাঝরাতে, কেউবা ভোর রাতে পৌঁছবে।

সে তুলনায় ফারুক যাবে অনেক কাছে। টিম্বার মার্চেন্ট আবিদের বাংলোয়। হয়ত ঘন্টা তিনেকও লাগবে না স্রোত পেলে। নদী এখানে অনেক শান্ত। আকাশের দিগন্ত অবধি তার। বিস্তারই শুধু, কিন্তু দক্ষিণের মত জোয়ারের প...

Loading...