
শালঘেরির সীমানায়

সমরেশ বসু
১ম পর্ব
ফিরে এলাম।
নানা অনুভূতি নানান সুরে বুকের মধ্যে নাকি বাজে। এত দিন মনে করেছি, সে সব শুধু কথার কথা। আজ ফিরে আসার পথে, সারাটিক্ষণ আমার বুকের মধ্যে কী এক বিচিত্র রাগিণী যেন বেজেছে। এখনও বাজছে। তারে তারে ঝংকারের মতো সেই সুর। শুধু যে আমার বুকে, আমার মনে সে রাগিণী বদ্ধ হয়ে আছে, তা নয়। সে যেন বাতাসে নাচছে তাল দিয়ে দিয়ে। ছড়িয়ে গেছে আকাশ ভরে।
আমা...