
মৃত্তিকার মৃত্যু

অভিরূপ সরকার
| অভিরূপ সরকার | |
| গোয়েন্দা সমগ্র |
পোষ্ট করেছেনমিতা সাহা০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার মাসতুতো ভাই
শ্রীজিৎ মল্লিককে
যার সঙ্গে ডিটেকটিভ গল্প পড়তে শুরু করেছিলাম
.ঋণ স্বীকার
এই উপন্যাসের প্রাথমিক খসড়ায় যেসব ফাঁক-ফোকর ছিল, নানা সুজনের পরামর্শে সেগুলি ভরাট করার চেষ্টা করেছি। পাণ্ডুলিপি পড়ে যাঁরা সুপরামর্শ দিয়েছেন তাঁদের তালিকাটি বিরাট, তাই বিশদে জানানোর অবকাশ নেই, তবু তার মধ্যে মহুয়া সেনগুপ্ত এবং অগ্নিরূপ সরকারের কথা না বললেই নয়।...