
নির্বাচিত ৪২

দেবারতি মুখোপাধ্যায়
| দেবারতি মুখোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবই সারাবেলা১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তিতলি অধৈর্য হয়ে বারবার ওর সাধের রোলেক্স ঘড়িটার দিকে তাকাচ্ছিল। তিনটে বেজে দশ মিনিট, এখনো কোনো অ্যানাউন্সমেন্ট শো করছে না ডিজিটাল বোর্ডে, এদিকে আধ ঘণ্টা হয়ে গেছে শিডিউলড টাইম পেরিয়ে যাওয়ার পরেও। এয়ারপোর্ট লবিতে বেশ ভিড়, অথচ গ্রাউন্ড ক্রু-রাও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছেন না।
হলটা কি?
এইরকম তো হয় না!
এদিকে বা...