
নীল আলোর ফুল

প্রচেত গুপ্ত
আবার যদি ফিরে আসি, ডাক পড়ে আবার
আসি যেন এই বাবা-মায়েরই কোলে।
বেশিরভাগ দুর্ঘটনাই সাধারণত গভীর রাতে বা একটু বেলার দিকে ঘটে। ভোরগুলো সর্বদাই ভাল হয়। ঘুমের পর মন থাকে নরম। তাজা বাতাসের সঙ্গে নতুন রোদ। জানলা খুলে বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে করে। দূরের কোনও বাড়িতে রেডিয়ো চালানো হয়। ভেসে আসে গান। সে-গানের কথা বা সুর প্রায় কিছুই শোনা যায় না, তবু কেন জানি ...