
অগ্নিনিরয়

কৌশিক মজুমদার
পূর্বখণ্ড— সংলিপ্ত
প্রথম পরিচ্ছেদ— বেডলামের গোপন অধিবেশন
১৫ আগস্ট, ১৮৮৫, লন্ডন
১।
গত চারদিন অবিশ্রান্ত ধারার বৃষ্টিতে গোটা লন্ডন শহর জুড়ে বিচ্ছিরি প্যাঁচপ্যাচে কাদা। সঙ্গে একটানা ঠান্ডা হাওয়ার দাপট। গতকালই লন্ডন টাইমসে খবর করেছিল, এ শহরে নাকি প্রতি আট মিনিটে মারা যাচ্ছে একজন মানুষ। কিন্তু কারও তাতে কিচ্ছু আসে যায় না। প্রতি পাঁচ মিনিটে জন্ম হচ্...