দুই বন্ধু

দুই বন্ধু

কাসেম বিন আবুবাকার

দুই বন্ধু

Books Pointer Iconকাসেম বিন আবুবাকার
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সাদিক আর হাফিজ দুই বন্ধু। তারা একই স্কুলে ক্লাস সিক্সে পড়ে। হাফিজ গ্রামের সব থেকে ধনী জমিরুদ্দিনের একমাত্র ছেলে। আর সাদিক গ্রামের সব থেকে গরিব জয়নালের একমাত্র ছেলে। আর্থিক অবস্থার দিক থেকে তাদের দু’জনের মধ্যে আসমান জমিন তফাৎ থাকলেও মনের দিক দিয়ে গভীর সম্পর্ক। সারাদিন মানিকজোড়ের মতো একসঙ্গে থাকে। এমনকি রাত দশটা এগরটা পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করে। শুধু ঘুমাবার সময় যে যার ঘরে ঘুমায়।

Loading...