মানুষ অমানুষ

মানুষ অমানুষ

কাসেম বিন আবুবাকার

মানুষ অমানুষ

Books Pointer Iconকাসেম বিন আবুবাকার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


০১.

গ্রীষ্মের দুপুর। প্রখর সূর্য-কিরণে ঢাকা শহরের পীচঢালা পথ তেতে আগুনের মত গরম হয়ে গেছে। কোথাও কোথাও পীচ গলতে শুরু করেছে। অবশ্য তাতে শহরের লোকের চলাফেরার অসুবিধে হচ্ছে না। কারণ গরিব-ধনী সবার জন্য সব রকমের যানবাহন রয়েছে। নিতান্ত যাদের হাঁটা ছাড়া কোন উপায় নেই, তারাই শুধু হাঁটছে। তাও সবার পায়ে জুতো। তবে খালি পায়ে যে কেউ হাঁটছে না, তা নয়। তারা হল, ফকির-মীসকিন ও ঠেলাওয়াল...

Loading...