
মনের মতো মন

কাসেম বিন আবুবাকার
উৎসর্গ
তিন বছরের ছোট বোন ফৌজিয়া খানুম ও তার স্বামী
পশ্চিম বাংলার হাওড়া জেলার বাগনান কাঁচারীপাড়া
গ্রামের মরহুম জামসের আলি বেগ, যাদের শ্রদ্ধা ও
ভালবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না।
রাত সাড়ে দশটা। এ বছর শীত পৌষ মাসের পনের তারিখ থেকে পড়েছে। তার আগে শীতকাল বলে জানাই যায় নি। বিশ বাইশ তারিখ থেকে শৈত্যপ্রবাহের ফলে হাড় কাঁপানো শীত পড়েছে। আজ...