
অর্ধবৃত্ত

সাদাত হোসাইন
উৎসর্গ
এ. এফ. এম বদরুল আলম
ও
লতিফা খানম
এমন মায়াময় ছায়াবৃক্ষ হয়েই থাকুন,
আগলে রাখুন দুঃখ ও দহনের মরুপথ।
.
জীবনের সবচেয়ে সহজ এবং জটিল সমীকরণের নাম সম্পর্ক। মানুষ জন্মায় সবচেয়ে সহজ সম্পর্ক নিয়ে। যেখানে ভান নেই, কপটতা নেই, জটিল সব হিসেব-নিকেশ, সমীকরণ নেই। কিন্তু বাকিটা জীবন সে জটিল থেকে জটিলতর সম্পর্কের গলিঘুঁজিতে ঘুরে বেড়ায়।...