
প্রিয়তম অসুখ সে

সাদাত হোসাইন
উৎসর্গ
মোঃ হেদায়েত উল্লাহ বেপারী
আমার বাবা। আকাশ ছুঁতে চাওয়া মাটির মানুষ।
আমার বাবা তখন দেখতে ছিলেন অনেকটা হলিউড অভিনেতা রাসেল ক্রোর মতো। চওড়া কাঁধ, বিশাল বুকের ছাতি, ধবধবে ফর্সা মানুষটা যখন স্যান্ডো গেঞ্জি পরে হাঁটতেন তার মাসল দেখে আমার বন্ধুরা বলত, আল্লাহ, কত্ত...