
শেষ উপহার

কাসেম বিন আবুবাকার
পর্ব ১
শিহাব ভাই আপনি এত চুপচাপ থাকেন কেন? বিশেষ করে মেয়েদের সঙ্গে কথাই বলেন না। তাদের দিকে তাকিয়েও দেখেন না।
শিহাবকে নিয়ে মমতাজ আজ চন্দ্রিমা পার্কে বেড়াতে এসেছে। তারা পার্কের সবুজ নরম দূর্বা ঘাসের উপর পাশাপাশি বসেছে। মমতাজের শরীর থেকে কড়া সেন্টের গন্ধ শিহাবের নাকে এসে লাগছে। মমতাজ ক্লাশ নইনে পড়ে। পনের ষোল বছরের সুরূপা তরুণী হলে কি হবে এরই মধ্যে শরীরে যৌবন এসে গেছে। তার উপর...