ছানা

ছানা

অজেয় রায়

ছানা

Books Pointer Iconঅজেয় রায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বোলপুর-দূর্গাপুর লাইনের বাস। চলেছে দুর্গাপুরের দিকে।

বাসে ভিড় বেশ। ছাদের অর্ধেকটা প্রায় ভর্তি। খোলের ভিতরে বসার আসন একটিও খালি নেই। অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে। ধরে দাঁড়াবার লম্বা হাতল দুটো পাশাপাশি মুঠোয় হাউসফুল। গায়ে গায়ে ঠেসে দুই লাইনে পিঠোপিঠি খাড়া যাত্রীদল। সিটের কোণা খামচে দাঁড়াবার উপায়গুলিও প্রায় বুক্ড

শরতের শুরু। সকাল দশটা নাগাদ। রোদ দিব্যি চড়া।


Loading...