
হলুদ নদী সবুজ বন

মানিক বন্দ্যোপাধ্যায়
| মানিক বন্দ্যোপাধ্যায় | |
| অন্যান্য বই |
পোষ্ট করেছেনবই সারাবেলা২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আকাশে অষ্টমীর চাঁদ। একপাশে হেলে পড়ে আছে। পৃথিবীতে তাই আবছা আঁধার। এই আঁধার চোখ মেলে দেখা যায়। সব জীবন্ত প্রাণীর চোখে এই মজার ধাঁধা–খাঁটি অন্ধকার দেখার সাধ্য নেই।
একটু আলো চাই। আঁধার একটু আবছা হওয়া চাই। নইলে চোখ টের পাবে না, অন্ধকারে একেবারেই অন্ধ হয়ে থাকবে।
এখন মাঝরাত্রি পার হয়ে গিয়েছে।
রাত্রি কিন্তু নিঝুম হয় নি। রাত্রিচর পাখি ও পশুর আওয়াজ ঘ...