
নবনীতা দেবসেনের গল্প

নবনীতা দেবসেন
ঠাকুমার গল্প
রঞ্জন বিমর্ষ মুখে উস্কোখুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকল।
নবনীতাদি, ঠাকুমার–
কী হয়েছে ঠাকুমার? হাতের কাজ ঠেলে দিয়ে খাড়া হয়ে বসি।
রঞ্জনের ঠাকুমাটি আমাদের বড় প্রিয়জন। নব্বই ছুঁয়েছেন–এই বয়েসে তো একটু ভয়-ভয় করেই।
শরীর খারাপ করেছে? কী হয়েছে ঠাকুমার?
শরীর না। মাথাটা।