Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
নবনীতা দেবসেন

@লেখক

নবনীতা দেবসেনের জীবনী

নবনীতা দেবসেন (১৩ জানুয়ারি ১৯৩৮ – ৭ নভেম্বর ২০১৯) ছিলেন বাংলা ভাষার এক অসামান্য সাহিত্যিক, যিনি তাঁর লেখনীর মাধ্যমে কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা ও ভ্রমণসাহিত্যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একাধারে তিনি ছিলেন কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও শিক্ষাবিদ। তাঁর সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ততা, নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং মানবিক আবেদন।

১৯৯৯ সালে আত্মজীবনীধর্মী রম্যরচনা ‘নটী নবনীতা’-র জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন এবং ২০০০ সালে পান পদ্মশ্রী সম্মান। তাঁর জীবন এবং সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।


নবনীতা দেবসেন শৈশব,শিক্ষা ও কর্মজীবন

নবনীতা দেবসেন-এর জন্ম দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের 'ভালবাসা' নামক পৈতৃক বাসভবনে। বাবা ছিলেন কবি নরেন্দ্র দেব, মা রাধারাণী দেবী—উভয়েই সাহিত্যজগতের নামকরা মুখ। সাহিত্য-সংস্কৃতিতে ভরপুর একটি পরিবারে বড় হয়ে ওঠার ফলে তাঁর সাহিত্যচর্চার ভিত্তি ছিল অত্যন্ত শক্তিশালী।

তাঁর ভাষাজ্ঞান ছিল বিস্ময়কর—বাংলা ও ইংরেজির পাশাপাশি তিনি পড়তে পারতেন হিন্দি, ওড়িয়া, অসমীয়া, সংস্কৃত, ফরাসি, জার্মান ও হিব্রু ভাষাও। পড়াশোনা করেছেন গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল, লেডি ব্রেবোর্ণ কলেজ, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, ইন্ডিয়ানা এবং কেমব্রিজে। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

তিনি ইউরোপ ও আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও পাঠদান করেছেন, যা তাঁর আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রতিভার নিদর্শন।


নবনীতা দেবসেন রচনাবলী:

তাঁর লেখালেখির জগৎ বিস্তৃত—প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৮টিরও বেশি। তিনি ছিলেন সেই বিরল সাহিত্যিকদের একজন, যিনি সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর নিজস্ব স্বাক্ষর রেখেছেন।

নবনীতা দেবসেন উপন্যাস লেখার ক্ষেত্রে নারীজীবনের আত্মপরিচয়, প্রেম, দ্বন্দ্ব, ভ্রমণ ও সামাজিক সংগ্রামের বিষয়গুলো গভীরভাবে তুলে ধরেছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আমি, অনুপম, একটি ইতিবাচক প্রেমকাহিনী, পাঁচটি উপন্যাস, নানা রসের ৯টি উপন্যাস এবং দশটি উপন্যাস, যেগুলো পাঠকদের হৃদয় ছুঁয়ে যায় সাবলীল ভাষা ও চিন্তাশীল কনটেন্টের জন্য। পাশাপাশি নবনীতা দেবসেন ভ্রমণ সমগ্র–এর লেখাগুলিও সমানভাবে সমৃদ্ধ ও উপভোগ্য। পাড়ি, ট্রাকবাহনে ম্যাকমাহনে প্রভৃতি ভ্রমণকাহিনিতে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, সংবেদনশীলতা এবং রম্যরচনার অসাধারণ ভঙ্গি পাঠকদের এক অনন্য অভিজ্ঞতায় পৌঁছে দেয়। বাস্তব অভিজ্ঞতাকে কল্পনার আবরণে মিশিয়ে তিনি একটি ব্যতিক্রমধর্মী সাহিত্যভুবন নির্মাণ করেছেন। এসব ছাপিয়ে নবনীতা দেবসেনের রচনাবলী যে কারণে অনন্য, তা হলো এর বিস্তৃতি ও বৈচিত্র্য। তাঁর সাহিত্যজুড়ে রয়েছে কবিতা, ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা, নাটক, রূপকথা, ভ্রমণ ও আত্মজীবনী—যেখানে প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজস্ব বৈশিষ্ট্য ও স্থায়ী ছাপ। এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি-ভুবনের পেছনে রয়েছে এক দীর্ঘ সাধনার জীবন। নবনীতা দেবসেন জীবনী তাই শুধু সাহিত্যিক জীবনের বর্ণনা নয়, বরং তা এক নারীচিন্তা, একাডেমিক অধ্যবসায়, পারিবারিক ভালোবাসা এবং গভীর সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি—যা তাঁকে বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।

নিচে তাঁর উল্লেখযোগ্য বইগুলোর তালিকা দেওয়া হলো:

অ্যালবাট্রস,প্রত্যয়,পাড়ি,নবনীতা দেবসেনের গল্পসমগ্র (১ম–৪র্থ খণ্ড),নানা রসের ৯টি উপন্যাস,ঠিকানা,নাট্যরম্ভ,খগেনবাবুর পৃথিবী এবং অন্যান্য,নবনীতা,রূপকথা সমগ্র,দ্বিরাগমন,একটি ইতিবাচক প্রেমকাহিনী,দশটি উপন্যাস,রাগ অনুরাগ এবং অন্যান্য গল্প,তুমি মনস্থির করো,ভালোবাসা কারে কয়,ট্রাকবাহনে ম্যাকমাহনে,আমি,অনুপম,মেদেয়া এবং,পলাশপুরের পিকনিক,উত্তমাশা অন্তরীপ,পাঁচটি উপন্যাস,ঘূর্ণি,রঙ্কিণীর রাজ্যপট এবং অন্যান্য,শব্দ পড়ে টাপুর টুপুর,ইচ্ছামতী,সীতা থেকে শুরু,নটী নবনীতা,অভিজ্ঞান


১১৮

বার পড়া হয়েছে

৭২

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
কিশোর সাহিত্য
ছোট গল্প
ভ্রমণ কাহিনী
প্রবন্ধ রচনা