বইমেলা

বইমেলা

তসলিমা নাসরিন

বইমেলা

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সারা বছর বসে থাকি এই মেলাটি আসবে বলে।

এই মেলাটির অলি গলির ভিড়ের মধ্যে

নতুন বইয়ের গন্ধে ঘ্রাণে, ধুলোবালির ধুসর হাওয়ায়,

হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। এই মেলাটি আসবে বলে

আকাশপারের উতল হাওয়ায় ইচ্ছে মতো ঘুড়ি ওড়াই।

বছর বছর এই মেলাটি আসে বলেই স্যাঁতসেঁতে এক ঘরের কোণেও

খুব গোপনে ভীষণ সুখে, স্বপ্নসহ বেঁচে থাকি।


আমার তো আর পুজো-আচ্চা, ঈদ-বড়ো...

Loading...