কম্বল নিরুদ্দেশ

কম্বল নিরুদ্দেশ

নারায়ণ গঙ্গোপাধ্যায়

কম্বল নিরুদ্দেশ

Books Pointer Iconনারায়ণ গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ নগরী০৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

১. অনেক ভেবে-চিন্তে চারজন

অনেক ভেবে-চিন্তে চারজন শেষ পর্যন্ত বদ্রীবাবুর দি গ্রেট ইন্ডিয়ান প্রিন্টিং হাউস-এ ঢুকে পড়লুম। নাম যতই জাঁদরেল হোক, প্রেসের ভেতরটায় কেমন আবছা অন্ধকার। এই দিনের বেলাতেও রামছাগলের ঘোলাটে চোখের মতন কয়েকটা হলদে হলদে ইলেকট্রিকের বাল্ব জ্বলছিল এদিকে-ওদিকে; পুরনো কতকগুলো টাইপ-কেসের সামনে ঝুঁকে পড়ে ঘষা কাচের মতো চশমা পরা একজন বুড়ো কম্পোজিটার চিমটে দিয়ে অক্ষর খুঁট...

Loading...