Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
নারায়ণ গঙ্গোপাধ্যায়

@লেখক

নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি ১৯১৮ – ৮ নভেম্বর ১৯৭০)

নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি সাহিত্যিক, জন্ম নিয়েছিলেন তৎকালীন পূর্ববঙ্গের দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে। তাঁর শিক্ষাজীবন কাটে দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি এম.এ ও ডি.লিট ডিগ্রি লাভ করেন। অধ্যাপনা করেছেন জলপাইগুড়ি কলেজ, সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

তিনি কবিতা লিখে সাহিত্যজীবন শুরু করলেও পরে গল্প ও উপন্যাসে মনোনিবেশ করেন। তাঁর প্রথম উপন্যাস উপনিবেশ (তিন খণ্ডে, ১৯৪২–১৯৪৬) পাঠকমহলে সমাদৃত হয়। উল্লেখযোগ্য ছোটগল্প সংকলন: বীতংস, দুঃশাসন, ভোগবতী। উল্লেখযোগ্য উপন্যাস: শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্চার ইত্যাদি।

শিশুসাহিত্য ও টেনিদা

শিশুদের জন্য তাঁর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি টেনিদা, যেটি বাংলা শিশুসাহিত্যে একটি অমর চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়াও লিখেছেন বহু কিশোর গল্প ও উপন্যাস: ঘণ্টাদার কাবলু কাকা, পদ্মপাতার দিন, ঝাউবাংলার রহস্য, চারমূর্তির অভিযান প্রভৃতি।

সাহিত্যিক অবদান

নারায়ণ গঙ্গোপাধ্যায় বাঙালির সংস্কৃতি, জীবনযাত্রা, রাজনীতি নিয়ে লিখেছেন বহু প্রবন্ধ ও জার্নাল। ‘সুনন্দর জার্নাল’ নামে দেশ পত্রিকায় তাঁর ধারাবাহিক লেখা বাঙালি পাঠকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি প্রবন্ধগ্রন্থ সাহিত্যে ছোটগল্প, বাংলা সাহিত্য পরিচয়, কথাকোবিদ রবীন্দ্রনাথ প্রভৃতি রচনা করেছেন।

৮৫

বার পড়া হয়েছে

৩৮

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোট গল্প