
ভূত প্রেত রক্তচোষা

অনীশ দাস অপু
| অনীশ দাস অপু | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনমিতা সাহা০৩ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আতংকের দিনরাত
সারা সপ্তাহ ধরে উত্তুরে হাওয়া বইবার কথা বলছিল ওরা। বিষুদবার হামলে পড়ল ঝড়। বিকেল চারটার মধ্যে আট ইঞ্চি তুষার জমে উঠল রাস্তায়, থামার কোনও লক্ষণ নেই। আমরা অভ্যাসমতো বিকেল পাঁচটা/ছটার দিকে হাজির হয়ে গেলাম হেনরির নাইট আউল-এ। ব্যাঙ্গোরের এই একটাই মাত্র দোকান যা ঘড়ির কাঁটায় কাঁটায় খোলে।
হেনরি কেউকেটা কোনও ব্যবসায...