দানরিক্ত

দানরিক্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

দানরিক্ত

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


জলহারা মেঘখানি বরষার শেষে

পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।

বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে

সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে।

কহে, ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন,

নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন।

আমি দেখো চিরকাল থাকি জলভরা,

সারবান, সুগম্ভীর, নাই নড়াচড়া।

মেঘ কহে, ওহে বাপু, কোরো না গরব,

তোমার পূর্ণতা সে তো আমারি গৌরব।

Loading...