কৃষাণী দুই মেয়ে

কৃষাণী দুই মেয়ে

জসীম উদ্দীন

কৃষাণী দুই মেয়ে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কৃষাণী দুই মেয়ে

পথের কোণে দাঁড়িয়ে হাসে আমার পানে চেয়ে।

ওরা যেন হাসি খুশীর দুইটি রাঙা বোন,

হাসি-খুশীর বেসাত ওরা করছে সারাখন।

ঝাকড়া মাথায় কোঁকড়া চুলে, লেগেছে খড়কুটো,

তাহার নীচে মুখ দুখানি যেন তরমুজফালি দুটো।

সেই মুখেতে কে দুখানি তরমুজেরি ফালি,

একটি মেয়ে লাজুক বড়, মুখর আরেক জন,

লজ্জাবতীর লতা যেন জড়িয়ে গোলাপ বন।


একটি হাস...

Loading...