একদিন জলসিড়ি নদীটির পারে

একদিন জলসিড়ি নদীটির পারে

জীবনানন্দ দাশ

একদিন জলসিড়ি নদীটির পারে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


একদিন জলসিড়ি নদীটির পারে এই বাংলার মাঠে

বিশীর্ণ বটের নিচে শুয়ে রবো-পশমের মতো লাল ফুল

ঝরিবে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে,-নদীটির জল

বাঙারি মেয়ের মতো বিশালাক্ষ্মী মন্দিরের ধূসর কঁপাটে

আঘাত করিয়া যাবে ভয়ে-ভয়ে- তারপর সে ভাঙা ঘাটে

রূপসীরা আজ আর আসে নাকো পাট শুধু পচে অবিরল,

সেইখানে কলমীর দামে বেঁধে প্রেতিনীর মতন কেবল

কাঁদিবে সে সারা রাত,-দেখিব...

Loading...