পাতায় পাতায় দুলিছে শিশির

পাতায় পাতায় দুলিছে শিশির

রবীন্দ্রনাথ ঠাকুর

পাতায় পাতায় দুলিছে শিশির

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পূরবী


পাতায় পাতায় দুলিছে শিশির

গাহিছে বিহগগণ,

ফুলবন হতে সুরভি হরিয়া

বহিতেছে সমীরণ

সাঁঝের আকাশ মাঝারে এখনো

মৃদুল কিরণ জ্বলে।

নলিনীর সাথে বসিয়া তখন

কত-না হরষে কাটাইনু ক্ষণ,

কে জানিত তবে বালিকা নিদয়

রেখেছিল ঢাকি কপট-হৃদয়

সরল হাসির তলে!

এই তো সেথায় ভ্রমি, গো, যেথায়

থাকিত সে মোর কাছে,

প্রকৃতি...

Loading...