আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

হুমায়ুন আজাদ

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনকমলা কান্ত২০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।

আমার খাদ্যে ছিলো অন্যদের আঙুলের দাগ,

আমার পানীয়তে ছিলো অন্যদের জীবাণু,

আমার বিশ্বাসে ছিলো অন্যদের ব্যাপক দূষণ।

আমি জন্মেছিলাম আমি বেড়ে উঠেছিলাম

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।

আমি দাঁড়াতে শিখেছিলাম অন্যদের মতো,

আমি হাঁটতে শিখেছিলাম অন্যদের মতো,

আমি পোশাক পরতে শিখেছিলাম অন্যদের মতো করে,

আমি চুল আঁচড়াতে শ...

Loading...