আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই

আবার নতুন করে পৃথিবীরে বানাবার...

জীবনানন্দ দাশ

আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ০৮ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই

আমাদের ইচ্ছা আছে, প্রশ্ন—মনন রয়েছে

কিন্তু সব—সবই—তৈলহীন সলতের মতো

বার বার ডাক আসে রাজপথে নেমে শবের বাহক হতে

কত শব দগ্ধ করা গেল—

তারপর এই নীতি পাওয়া যায় ভাবনার গভীর নির্জনে।

বিহঙ্গের নীড় আছে—শেয়ালের গর্ত আছে অরণ্যের অন্তরালে

আমাদের যাত্রা—যাত্রা ছাড়া আর কিছু নাই

নব নব শিশুর...