এ কথা সে কথা মনে আসে

এ কথা সে কথা মনে আসে

রবীন্দ্রনাথ ঠাকুর

এ কথা সে কথা মনে আসে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এ কথা সে কথা মনে আসে,

বর্ষাশেষে শরতের মেঘ যেন ফিরিছে বাতাসে।

কাজের বাঁধনহারা শূন্যে করে মিছে আনাগোনা;

কখনো রুপালি আঁকে, কখনো ফুটায়ে তোলে সোনা।

অদ্ভুত মূর্তি সে রচে দিগন্তের কোণে,

রেখার বদল করে পুনঃ পুনঃ যেন অন্যমনে।

বাষ্পের সে শিল্পকাজ যেন আনন্দের অবহেলা–

কোনোখানে দায় নেই, তাই তার অর্থহীন খেলা।

জাগার দায়িত্ব আছে, কাজ নিয়ে তাই ওঠাপড়া।...

Loading...