
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
তিতিরের ডিম থেকে আকাশের সূত্র তবু নয়
রাত্রির ভিতরে শুয়ে বিড়াল কুশনে মুখ ঘষে
মরুভূগিরির মেধে (সিংহের জন্ম তবু হয়)
সিংহদম্পতি জেগে রয়
শ্লথ পিপাসার জিভ মধু চায়—ব্লিজার্ডের তাড়া খেয়ে বিহঙ্গেরা জানে
সমুদ্রের ভয়ঙ্কর তিক্ত ফেনা পিতৃপুরুষের মতো ব্যূঢ়
বহুদিন পৃথিবীতে বেঁচে থেকে জীবধ...