কবে চণ্ডীদাস মরে গেছে

কবে চণ্ডীদাস মরে গেছে

জীবনানন্দ দাশ

কবে চণ্ডীদাস মরে গেছে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কবে চণ্ডীদাস মরে গেছে—বিদ্যাপতি—কৃত্তিবাস ওঝা

শেক্ষসীর—ক্র্যাশ—ব্যাস

রায়গুণাকর—ডান—বোদলেয়ার—ভিলোঁ—ভার্লেন—কীটস

তাহাদের মৃত মুদ্রা যেন ভৌতিক কলমের পরে

আমার রক্তের ছবি।


মাইকেল—হৃষ্ট শঙ্খ যেন—মানবিক নয় আর

কোনো এক বয়ঃসন্ধি চমকিত অবলুপ্ত ভূমধ্যসিন্ধুর কামনার

কুয়াশা পায়নি কিছু—চায় নাই

বাদকের ব্যাপ্ত হাত দিবালোকে

Loading...