
মোর আঁখিজল

জীবনানন্দ দাশ
মোর আঁখিজল
কাহাদের লাগি আজি উচ্ছ্বসিয়া উঠিতেছে আকুল, চঞ্চল!
জীবনে পায় নি। যারা স্নেহ, প্ৰেম, ক্ষমা,
যাহাদের মঙ্গলেতে উষাহীন অমা
জাগিতেছে দুশ্চর দুস্তর,
যাহাদের মৌন চোখ–অশ্রু সকান্তর
তুচ্ছতম আলোর সন্ধানে
–আঁধারের আবর্তের তলে
প্রেতিসম যাহাদের প্রাণ ভেসে চলে
শ্মশানের শেষে!
কোন্ ক্রূর পিশাচের অবিজ্ঞেয় অঙ্গুলিনির্দেশে
য...