পূর্ণা

পূর্ণা

রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্ণা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তুমি গো পঞ্চদশী

শুক্লা নিশার অভিসারপথে

চরম তিথির শশী।

স্মিত স্বপ্নের আভাস লেগেছে

বিহ্বল তব রাতে।

ক্বচিৎ চকিত বিহগকাকলি

তব যৌবনে উঠিছে আকুলি

নব আষাঢ়ের কেতকীগন্ধ-

শিথিলিত নিদ্রাতে।


যেন অশ্রুত বনমর্মর

তোমার বক্ষে কাঁপে থরথর।

অগোচর চেতনার

অকারণ বেদনার

ছায়া এসে পড়ে ...

Loading...