
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
এই ভেবে চলিতেছি
বহুদিন ধরে স্ফুরিতেছি মোরা
যেমন বনের পথে রক্তাক্ত জ্যৈষ্ঠের রাতে ফিরিতেছে ঢোঁড়া
কোথাও ব্যাঙের যেন স্বাদ পাবে ব’লে।
ত্রিপিটক—অম্বপালী—সেই সব ধূসর আবর্ত ফের
বুদ্ধের জনক আর বুদ্ধ জননের
সেই সব রোমহর্ষ—অবসাদ গোলকধাঁধার দিন—
শান্তি—তবু পুড়ে যাবে তারপরও পৃথিবীর তৃণ
পুষ্ট কোনো সমীচীন সাধুপ...