অপমান বর

অপমান বর

রবীন্দ্রনাথ ঠাকুর

অপমান বর

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভক্তমাল


ভক্ত কবীর সিদ্ধপুরুষ খ্যাতি রটিয়াছে দেশে ।

কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে ।

কেহ কহে ‘ মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহো ' ,

সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধ্যা রমণী কেহ ।

কেহ বলে ‘ তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে ' ,

কেহ কয় ‘ ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে ' ।

কাঁদিয়া ঠাকুরে কাতর কবীর কহে দুই ...

Loading...