
সার্থক নৈরাশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তখন ছিল যে গভীর রাত্রিবেলা ,
নিদ্রা ছিল না চোখের কোণে ;
আষাঢ় - আঁধারে আকাশে মেঘের মেলা ,
কোথাও বাতাস ছিল না বনে ।
বিরাম ছিল না তপ্ত শয়নতলে ,
কাঙাল ছিল বসে মোর প্রাণে ;
দু হাত বাড়ায়ে কী জানি কী কথা বলে ,
কাঙাল চায় যে কারে কে জানে ।
দিল আঁধারের সকল রন্...