
হাজারদুয়ারি

বুদ্ধদেব গুহ
০১.
রান্না হল?
প্রায়।
ভরত কোথায়? ওর ভাষা বুঝতে অসুবিধে হচ্ছে না?
না। সারল্য ভাষার বাধা ভেঙে দেয় যে! ভারি সরল ছেলেটি!
কোথায় সে?
বাগানে আছে বোধহয়।
আমাকে একটা জলচৌকি আর হামনদিস্তা এনে দিতে হবে কিন্তু কাল।
দেব, দেব। এত দূর নিয়ে এলাম তোমাকে আর এসব তো…
বেশিদূর আর কোথ...