হাজারদুয়ারি

হাজারদুয়ারি

বুদ্ধদেব গুহ

হাজারদুয়ারি

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনরিয়া দাস২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

রান্না হল?

প্রায়।

ভরত কোথায়? ওর ভাষা বুঝতে অসুবিধে হচ্ছে না?

না। সারল্য ভাষার বাধা ভেঙে দেয় যে! ভারি সরল ছেলেটি!


কোথায় সে?


বাগানে আছে বোধহয়।


আমাকে একটা জলচৌকি আর হামনদিস্তা এনে দিতে হবে কিন্তু কাল।


দেব, দেব। এত দূর নিয়ে এলাম তোমাকে আর এসব তো…


বেশিদূর আর কোথ...

Loading...