
ঈশ্বর পৃথিবী ভালবাসা

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রায় লেখককেই নিজের কবর খুঁড়তে হয়–নিজের কলম দিয়ে। গায়কের মতন লেখকেরও ঠিক সময়ে থামতে জানা চাই। সমে এসে যথাসময়ে না থামলেই বিষম, সবটাই বিষময় হয়ে দাঁড়ায়। এমন কি কালজয়ী লেখকও যদি যথাকালে না থামেন তো জীবদ্দশাতেই জীবন্মৃতের অন্তর্দশা তাঁর বিধিলিপি।
অবশ্য মহাকাল কারো কারো প্রতি একটু সদয়। সময় থাকতে থাকতেই তাঁদের নিরস্ত করেন, ন...