রক্তের বিষ

রক্তের বিষ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

রক্তের বিষ

Books Pointer Iconশীর্ষেন্দু মুখোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পরিচ্ছেদ ০১

কুকুরগুলো বাইরে খ্যাঁকাচ্ছে। সে এমন চ্যাংড়ামি যে মাথা গরম হয়ে যায়।

গগনচাঁদ উঠে একবার গ্যারাজ-ঘরের বাইরে এসে দাঁড়াল। লাইটপোস্টের তলায় একটা ভিখারি মেয়ে তার দুটো বাচ্চাকে নিয়ে খেতে বসেছে। কাপড়ের আঁচল ফুটপাথে পেতে তার ওপর উচ্ছিষ্ট, খাবার জড়ো করেছে। কুকুরগুলো চারধারে ঘিরে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লাগাতার।


গগনচাঁদ একটা ইট কুড়িয়ে নি...

Loading...