
মহড়া

বুদ্ধদেব গুহ
তোকে যা-দেখাবে না রুন! দুর্দান্ত! আসল দিনে।
বিশু বলল।
দেখাবে নাইই-বা কেন? আমার চেহারাখানা কী খারাপ?
বলেই, হেসে ফেলল রুন। নিজের-ই প্রতি, ঠাট্টায়।
চেহারাটাই বড়কথা নয়। স্টেজে যখন উঠবি, সুপ্রতীপ আলো ফেলে স্টেজটাকে একেবারে স্বপ্নময়, জীবন্ত করে দেবে, নবাব বাজবাহাদুর-এর মেকআপ নিয়ে তোর চেহারাই বদলে যাবে তখন। মনে হবে, তুই যেন সত্যিই নবাব।
কী জা...