প্রলয়ের পর পুনঃ সৃষ্টি

প্রলয়ের পর পুনঃ সৃষ্টি

সৈয়দ শামসুল হক

প্রলয়ের পর পুনঃ সৃষ্টি

Books Pointer Iconসৈয়দ শামসুল হক
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

মানুষের আশার শেষ নাই, কিন্তু উহা কোনো সময় কাজে লাগে, হয়তো কোনো সময় লাগে না। জীবজগতের সর্বপ্রথম এবং সর্বপ্রধানই হইল বাঁচিয়া থাকার আশা। স্বেচ্ছায় কেহই। মরিতে চাহে না, চাহে অমররাজ্য।

আমরা অমররাজ্যের সন্ধান পাই ভারতীয় বৈদিক সাহিত্যের বেদাদি গ্রন্থে এবং অন্যান্য ধর্মসাহিত্যে। এইখানে আমরা সেই অমরজগত সম্বন্ধে কয়েকটি মতের সামান্য আলোচনা করিব।


# বৈদিক মত


Loading...