
সত্যার্থ প্রকাশ

দয়ানন্দ সরস্বতী
.ভূমিকা
ওম্। সচ্চিদানন্দেশ্বরায় নমো নমঃ
অথ সত্যার্থ–প্রকাশস্য ভূমিকা
যে সময় আমি এই “সত্যার্থ-প্রকাশ” গ্রন্থ রচনা করি, সেই সময় ও তাহার পূর্বে সংস্কৃত ভাষায় ভাষণ দিতাম এবং অধ্যয়নও অধ্যাপনাতেও সংস্কৃতই বলিতাম–যদিও আমার মাতৃভাষা গুজরাটী। এই সব কারণে এই (হিন্দী) ভাষায় আমার বিশেষ অভিজ্ঞতা ছিল না। এখন ভাষা (হিন্দী) বলিবার ও লিখিবার অভ্যাস হইয়াছে।...