তটিনী ও আকাতরু

তটিনী ও আকাতরু

বুদ্ধদেব গুহ

তটিনী ও আকাতরু

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবিথি শর্মা২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ইটা কী জানোয়ার? বাপ রে! বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির মতো ব্যাপার দ্যাখতাছি।

আকা বলল। খাঁচার কাছে বনবিভাগের, যে-ভদ্রলোক দাঁড়িয়েছিল, তিনি বললেন, এই হচ্ছে ক্লাউডেড লেপার্ড। এদের লেজ শরীরের থেকেও লম্বা হয়।

তাই?

তটিনী কিছু না বলে, সানগ্লাসটা খুলে, ডানদিকের ডাঁটিটা নীচের দিকে দাঁতে কামড়ে ধরে সেদিকে চেয়ে রইল।


সে খাঁচার পাশে অন্য খাঁচায় একটি মাদি শম্বর।...

Loading...