
ঋজুদা সমগ্র ৩

বুদ্ধদেব গুহ
শ্রীনীরেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দমেলার জন্মলগ্ন থেকে এই পত্রিকার সম্পাদক ছিলেন। উনি আমাকে দিয়ে ঋজুদার নানা অ্যাডভেঞ্চার এবং গোয়েন্দা কাহিনী লিখিয়ে নেন। পরবর্তী সময়ে আনন্দমেলা ছাড়াও অন্যান্য বহু কাগজে ঋজুদার কাহিনী লিখি। ঋজুদার জনপ্রিয়তার কারণ ছাড়াও ঋজুদার লেখা লিখতে আমার খুব ভাল লাগে বলেই আমি প্রতি বছরই এক বা একাধিক ঋজুদা কাহিনী লিখি।
...