
ঋজুদা সমগ্ৰ ৫

বুদ্ধদেব গুহ
ঋজুদা কাহিনিগুলি শুধুমাত্র কিশোর পাঠ্য নয়, বাড়ির সকলেরই সমান ভাললাগার।
‘ঋজুদা সমগ্র’র পঞ্চম খণ্ডে পাঁচটি ঋজুদা কাহিনি সংকলিত হল। এর মধ্যে একটি, ‘ফাগুয়ারা ভিলা’ গোয়েন্দা কাহিনি। তোমরা এবং তোমাদের বাড়ির অন্যরা যাঁরা ‘ঋজুদা সমগ্র’র আগের চারটি খণ্ড পড়েছ তারা জানো যে ‘অ্যালবিনো’, ‘রুআহা’, ‘ঋজুদার সঙ্গে সেশ্যেলস আইল্যান্ডে’ এবং ‘কাঙ্গপোকপ...