
গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে

গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
| গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনরিয়া দাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রস্তাবনা
চোখ মেলতেই আমার মনে হল আমার অসুখ নেই। আমার সব ক’টা ইন্দ্ৰিয় হঠাৎ তাজা, ঝরঝরে হয়ে উঠেছে। আর খোলা জানলা দিয়ে বাইরে নজর পড়ল। এক দিব্য আলোর আভায় সব কেমন সুন্দর হয়ে উঠেছে। না-শীত না গরম বাতাস বইছে মৃদু। ফুল ফুটেছে অজস্র রংবাহার। পাখিদেরও আজ কোনও অসুখ নেই। তাদের গানের সঙ্গে আমার স্নায়ুতন্ত্রীগুলো এমন আশ্চর্য দক্ষতার সঙ্গে সাড়া দিয়ে চলেছিল, যেন আমি এতেই অ...