
কাঁটা বেঁধা পায়ে

সুচিত্রা ভট্টাচার্য
| সুচিত্রা ভট্টাচার্য | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১. আধো ঘুম আধো জাগরণে
আধো ঘুম আধো জাগরণে শব্দটা শুনতে পাচ্ছিল শাশ্বত। কিরিরিং। কিরিরিং। এ কি কালের ঘণ্টাধ্বনি? মিইয়ে গিয়ে অমন শোনাচ্ছে? নাকি অনাগত ভবিষ্যতের মূর্ছনা? যে-ভবিষ্যৎ কিনা কড়া নাড়ছে তার দরজায়? নাকি স্মৃতিরা কোনও বিচিত্র সুর তুলছে শাশ্বতর মনে?
ধুস, এর একটিও নয়। কী বাজছে, শাশ্বত ভালমতোই জানে। তার খসকুটে মোবাইলের অ্যালার্ম। ইদানীং উত্তিষ্ঠত জাগ্রত হাঁকার ডিউটিটা সে প...