
এই দাহ

গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
মনোরমা তার দেহটা আমাকে দিয়েছিল। মনোরমা ভালবাসা দিয়েছিল তার স্বামীকে।
এখন রাত কত?
যতই হোক না, জেনে এমন কী লাভ হবে তোমার? তার চেয়ে লেখাটা শেষ করে ফ্যালো গোলোক। সময় খুব বেশি নেই।
মনোরমার এত নিবিড় সান্নিধ্যে এসে, এত ঘনিষ্ঠ হয়েও আমি বুঝতে পারিনি, এক মুহূর্তের জন্যেও টের পাইনি, মনোরমা অকাতরে শুধু তার দেহটাই বিলিয়ে দিয়েছিল আমাকে। অথচ তার মন, তার প্র...