
উত্তর জাহ্নবী

সৈয়দ মুস্তাফা সিরাজ
| সৈয়দ মুস্তাফা সিরাজ | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৯ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক – ভূগোল ও ইতিহাসের দুচার পাতা
হাওড়া—বারহারোয়া লুপলাইনে চিরোটি নামে এই ছোট্ট স্টেশনটা পড়ে। ভাগীরথীর পশ্চিম পাড় বরাবর এঁকেবেঁকে চলে গেছে এই রেলপথ, দক্ষিণ থেকে উত্তর দিকে। কাটোয়া জংশন পেরোলে ডানদিকের জানলায় জহ্নুকন্যার লুকোচুরি খেলা নজরে পড়ে। এই দেখা যায় তার সন্ন্যাসিনী ধূসর শরীর, এই ঢেকে ফেলে সবুজ গাছপালা কিংবা ধূসর গ্রামপুঞ্জ। কিন্তু সময় যে আর কাট...